লেখালেখি করে ইনকাম করবেন যেভাবে

লেখালেখি করে ইনকাম করবেন যেভাবে

আপনার যদি লেখালেখির অভিজ্ঞতা থাকে তবে ঢাকা স্টাফ আপনাকে দিচ্ছে লেখালেখি করে আয়ের সুবর্ণ সুযোগ। 
যে কেউ লেখালেখি করে অর্থ উপার্জন করতে পারবেন তবে তার আগে অবশ্যই আমাদের নিয়মাবলি সম্পর্কে সুস্পষ্ট ধারনা রাখতে হবে।

লেখা শুরুর পুর্বে অবশ্যই বিষয়বস্তু সম্পর্কে সম্পুর্ন জ্ঞান রেখে নির্ভুল তথ্যের আলোকে লিখতে হবে।
লেখার বিষয়বস্তু আপনার পছন্দমত হতে পারে সেক্ষেত্রে আপনি চাইলে ঢাকা স্টাফের লেখাগুলো পড়ে সম্যক ধারনা নিতে পারেন।
লেখাটি অবশ্যই কয়েক প্যারায় লিখতে হবে। সেক্ষেত্রে ন্যুনতম ৫০০ শব্দের অধিক হওয়া বাঞ্চনীয়। বিশেষ ক্ষেত্রে যদি এর কম হয় তবুও তা প্রকাশ করা যেতে পারে তবে সেটি ঢাকা স্টাফের বিবেচনাধীন।
আপনার লেখাটি অবশ্যই কপি পেস্ট নয় এমন নিশ্চয়তা পেলেই কেবল গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে নচেৎ কোনভাবেই তা গ্রহণযোগ্য হবে না।
যদি অনুবাদকৃত হয়ে থাকে তবে সেক্ষেত্রে তা গ্রহণযোগ্য কিন্তু অবশ্যই কোথায় থেকে অনুবাদকৃত তা উল্ল্যেখ করতে হবে।
লেখালেখি করে ইনকামের ক্ষেত্রে আপনাকে জটিল কোন প্রসেস অনুসরণ করতে হবে না। আপনার লেখাটি আমাদের ইমেইল কিংবা ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে দিলে আমরা আপনার লেখাটি রিভিউ এর জন্য ২/১ ঘন্টা সময় নেবো।
২/১ ঘন্টা পর যদি আপনার লেখাটি গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে আপনাকে ফিরতি মেসেজে সেটি জানিয়ে দেওয়া হবে এবং আপনাকে টাকার অংক জানিয়ে দেওয়া হবে। এমতাবস্থায় আপনি রাজী থাকলে আপনার কাছে বিকাশ কিংবা রকেট নাম্বার চাওয়া হবে।
তারপর চুড়ান্তভাবে আপনার লেখাটি ঢাকা স্টাফে প্রকাশ করা হবে।
আপনার লেখাটি পাঠানো থেকে পাবলিশ করতে সর্বোচ্চ ২/৩ ঘন্টা সময় লাগবে।
আমাদের কাছে আপনার লেখাটি বিক্রি করার পর লেখাটি অন্যকোথাও প্রকাশ করতে পারবেন না। প্রয়োজনে লিংক শেয়ার করতে পারবেন।
আপনি এভাবে যত খুশি তত লেখা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। অবশ্যই ইউনিক লেখার জন্য আপনার পেমেন্টের পরিমান অধিক হবে।
আপনার লেখাটি ঢাকা স্টাফের মুলপাতায় প্রকাশিত হবে সেক্ষেত্রে ভুল বানান কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রাথমিক অবস্থায় অস্থায়ী ভিত্তিতে যখন খুশি তখন লেখা বিক্রি করার সুযোগ পাওয়ার পর যদি আপনার লেখাগুলো পাঠকদের আকৃষ্ট করে সেক্ষেত্রে আপনার জন্য চাকুরী স্থায়ীকরনের ব্যবস্থা ঢাকা স্টাফ করে দিতে আগ্রহী। এর জন্য আপনাকে প্রথম লেখা পাঠানোর পর ২/৩ মাস মূল্যায়নে রাখা হবে।
আমাদের কাছে লেখা পাঠানোর সময় অবশ্যই আপনার পরিচয় এবং সেই সাথে ব্যক্তিগত ফোন নাম্বার পাঠানোর অনুরোধ করা হল। পরবর্তীতে আপনার চাকরী স্থায়ীকরন, পেমেন্ট পদ্ধতি, মাসিক সম্মানি ভাতাসহ  ইত্যাদি আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে।


লেখা পাঠাতে আমাদের ইমেইল ঠিকানা:
[email protected]

অথবা
ফেসবুক মেসেঞ্জার:
www.fb.com/dhakastaff


ধন্যবাদান্তে
প্রধান কার্যনির্বাহী
ঢাকা স্টাফ