পারবে কি বাংলাদেশ হ্যামিল্টনে ঘোরে দাঁড়াতে?

পারবে কি বাংলাদেশ হ্যামিল্টনে ঘোরে দাঁড়াতে?

তৃতীয় ওয়ানডে তে খেলতে গিয়ে আঙুলে চোট্ পেয়েছিলেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল  মুশফিকুর রহিম।  টেস্ট ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি তাকে।

এদিকে আঙুলের চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন সাকিব আল হাসান।


  আগামীকালের টেস্ট ম্যাচটি তাই হতে যাচ্ছে গত ১৩ বছর থেকে ভিন্নতম।  গত ১৩ বছরে বাংলাদেশ কোন টেস্ট ম্যাচ ই একই সাথে সাকিব মুশফিক ছাড়া খেলতে নামেনি!

এমনিতেই ওয়ানডে তে ধবল ধোলাই হয়ে বাংলাদেশের অবস্থা শোচনীয়, এর মধ্যে আবার সাকিব মুশফিকের অনুপস্থিতি! খেলা শুরুর আগেই বাংলাদেশের অবস্থা ব্যাকফুটে!


নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান সাকিব আল হাসানের।  ৮ ম্যাচে তিনি করেছেন ৭৬৩ রান।  সেই সাকিব না থাকায় নিউজিল্যান্ডের কাছে অনেকটাই ধরাশায়ীর অপেক্ষায় বাংলাদেশ।

অপরদিকে মুশফিকও কম জান না।  নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রান সংগ্রাহকের তালিকায় মুশফিক আছেন ৪ নাম্বারে। .সেই মুশফিক কে ছাড়াই আগামীকাল হ্যামিল্টনে নামতে হচ্ছে বাংলাদেশ কে। 

কি হতে যাচ্ছে আগামীকাল?
বাংলাদেশের দর্শকদের অনেকেই ইনিংস ব্যবধানে হারার ইঙ্গিত দিলেও অনেকেই আবার আশায় বুক বাঁধতে চান। 


হারার আগে হারাটা বাংলাদেশের ক্রিকেট থেকে অনেক আগেই বিদায় নিলেও নিউজিল্যান্ডের সফর যেন মনে করিয়ে দিচ্ছে হারানো সেইসব স্মৃতি। 

পারবে কি বাংলাদেশ হ্যামিল্টনে ঘোরে দাঁড়াতে?