২১শে আগস্টের গ্রেনেড হামলা কারা ঘটিয়েছিল এবং উদ্দেশ্য কি ছিল

২১শে আগস্টের গ্রেনেড হামলা কারা ঘটিয়েছিল এবং উদ্দেশ্য কি ছিল

www.dhakastaff.com

২০০৪ সালের ২১শে আগস্ট তৎকালীন বিরোধীদল আওয়ামিলীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে নিহত হোন ২২ জন এবং আহত হন আরও প্রায় তিন শতাধিক। নিহত ২২ জনের মধ্যে আইভি রহমানসহ ছিলেন ঢাকার সাবেক মেয়র হানিফ।বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম ঘৃণিত এই হত্যাকান্ড নিয়ে পরবর্তী সময়ে নানা জল্পনা কল্পনা বেড়িয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে এর বিচারকার্যও বদলেছে। ইতোমধ্যে ২১শে আগস্ট গ্রেনেড হামলার বিচারের রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের ফাসির রায় দেয়া হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করা হয়েছে এবং আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

২১শে আগস্টের হামলা প্রকৃতপক্ষে কারা ঘটিয়েছিল তা নিয়ে বাংলাদেশে বিস্তর বিতর্ক চলে আসছে ২০০৪ সাল থেকেই। বিতর্কের কারণ সাধারণত কয়েকটি বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে যা অনেকটাই উদ্যেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক।
www.dhakastaff.com

২১শে আগস্ট গ্রেনেড হামলার পর তৎকালীন বিএনপি সরকার বিচারের নামে নিরপরাধ জজ মিয়া নামক এক ব্যাক্তিকে গ্রেপ্তার দেখিয়ে বিচার কাজ শুরু করে। পরবর্তীতে বাংলাদেশের প্রথম সারির দৈনিক পত্রিকা প্রথমআলোর এক অনুসন্ধানী রিপোর্টে বেরিয়ে আসে জজ মিয়া নাটকের মূল রহস্য। একের পর এক তথ্য ফাস হতে থাকলে বিচারের মোড়ও ঘূরতে থাকে। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামিলীগ ক্ষমতায় এসেই ২১শে আগস্টের গ্রেনেড হামলার বিচারকার্য নতুন করে শুরু করে। এতে লুৎফুজ্জামান বাবরসহ বিএনপির সাবেক নেতাদের নাম জড়িয়ে পড়ে। যদিও শুরু থেকেই বিএনপি এই হামলার পেছনে নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে।

২১শে আগস্টের গ্রেনেড হামলায় বিএনপি জড়িত নয় এবং হামলাটি আওয়ামিলীগই ঘটিয়েছে বলে মনে করেন বিএনপির অধিকাংশ সমর্থক। এমনকি সেই হামলার মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হলে বিএনপির অনেক সিনিয়র নেতা পর্যন্ত দাবী করেন যে, ঘটনাটি আওয়ামিলীগের সাজানো। আওয়ামিলীগ সে সময় জনগণের সহানুভূতি আদায় এবং তৎকালীন সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য নিজেরাই এমন ঘটনাটি ঘটিয়েছিল যদিও বিএনপির এমন দাবিকে হাস্যকর হিসেবে অভহিত করেছেন বাংলাদেশের সাবেক ইলেকশন কমিশনার সাখাওয়াত হোসেন। অপরদিকে বাংলাদেশের একজন নিরাপত্তা বিশ্লেষক মেজর হাফিজ মনে করেন, সে হামলাটি কেবল নির্দিষ্ট গোষ্ঠী ঘটায়নি বরং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একটি জঙ্গীগোষ্ঠী এবং বাংলাদেশের কিছু রাজনৈতিক দল সম্মিলিতভাবে ঘটনাটি ঘটিয়েছিল।

কিছু প্রশ্নের উত্তর খোজলেই ২১শে আগস্টের গ্রেনেড হামলার নেপথ্যে কারা জড়িত ছিল তার প্রমাণ পাওয়া যায়। যেমন, বিএনপির ভাষায় ২১শে আগস্টের হামলাটি বাংলাদেশ আওয়ামীলীগেরই সাজানো। বিএনপিপন্থীদের কাছে তাহলে এ প্রশ্নটি করা যায় যে, আওয়ামীলীগই যদি জড়িত হয় তাহলে বিচারের নামে জজ মিয়া নাটকটি কেন সাজানো হল? বিচারের নামে এত প্রহসণ কেন সম্পন্ন করা হয়েছিল সে সময়? যদিও অনেক বিএনপিপন্থী এটিকে নিজেদের ব্যর্থতা হিসেবে দেখতে চান কিন্তু পরবর্তীতে মুফতি হান্নানের একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দী বের হলে তারা মুখে কুলুপ এটে যান। 

২১শে আগস্ট গ্রেনেড হামলার পেছনে উদ্দ্যেশ্য:

www.dhakastaff.com

২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় আইভি রহমান সহ ২৪ জন নেতাকর্মী নিহত হলেও ভাগ্যক্রমে বেচে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। যদিও পরবর্তীতে এটি প্রমাণিত হয় যে, হামলার উদ্দ্যেশ্য ছিল তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যা করা। ২১শে আগস্ট বিকেলে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একটি সমাবেশে অস্থায়ী ট্রাকের মঞ্চে শেখ হাসিনা বক্তৃতা প্রদান করেন। বক্তৃতা শেষ হওয়া মাত্রই শেখ হাসিনাকে উদ্দ্যেশ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়। এসময় আওয়ামীলীগের নেতাকর্মীরা মানবঢাল তৈরী করে শেখ হাসিনাকে ঘিরে ধরেন। ভাগ্যক্রমে একটি গ্রেনেড ট্রাকের পাটাতনে লেগে ফেরত আসে ফলে বেচে যান মঞ্চে থাকা নেতাকর্মীরা কিন্তু গুরুতর আহত হন ঢাকার মেয়র হানিফ। হামলার পর অতিদ্রুত শেখ হাসিনাকে মঞ্চ থেকে নামিয়ে গাড়ীতে করে রওনা হোন তার নিরাপত্তা কর্মীর। সে গাড়ীতে লক্ষ করেও হামলাকারীরা গুলি ছুড়ে কিন্তু তাতেও বেচে যান হাসিনা। ২১শে আগস্ট ছাড়াও শেখ হাসিনাকে অন্তত ১৭বার হত্যাচেষ্টা করা হয়েছে কিন্তু প্রতিবারই ভাগ্যক্রমে বেচে গেছেন, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

২১শে আগস্টের হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন:

১০ অক্টোবর ২০১৮ সালে বেলা ১২ টায় ঢাকার দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক শাহেদ নূর উদ্দিন রায় ঘোষণা করেন। রায়ে যারা মৃত্যুদণ্ডে দণ্ডিত হন তারা হলেন:
  • সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর
  • উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু
  • মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী
  • ব্রিগেডিয়ার (অব.) আবদুর রহিম
  • মাওলানা শেখ আবদুস সালাম
  • মো. আবদুল মাজেদ ভাট
  • আবদুল মালেক
  • মাওলানা শওকত ওসমান
  • মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান
  • মাওলানা আবু সাঈদ ওরফে
  • আবুল কালাম আজাদ
  • মো. জাহাঙ্গীর আলম
  • হাফেজ মাওলানা আবু তাহের
  • হোসাইন আহমেদ তামিম
  • মঈন উদ্দিন শেখ
  • মো. রফিকুল ইসলাম
  • মো. উজ্জ্বল ওরফে রতন
  • জঙ্গিনেতা মাওলানা মো. তাজউদ্দীন
  • হানিফ পরিবহনের মালিক মো. হানিফ

২১শে আগস্টের হামলায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন:

২১শে আগস্টের গ্রেনেড হামলার মামলায় যেসকল আসামিরা যাবজ্জীবন কারাদন্ড পেয়েছেন তারা হলেন:
  • তারেক রহমান
  • শাহাদাৎ উল্লাহ
  • মাওলানা আবদুর রউফ
  • মাওলানা সাব্বির আহমদ
  • আরিফ হাসান
  • হাফেজ মাওলানা ইয়াহিয়া
  • আবু বকর
  • মো. আরিফুল ইসলাম
  • মহিবুল মোত্তাকিন
  • আনিসুল মুরছালিন
  • মো. খলিল
  • জাহাঙ্গীর আলম
  • ওস্তাদ জাহাঙ্গীর
  • মো. ইকবাল
  • লিটন ওরফে মাওলানা লিটন
  • হারিছ চৌধুরী 
  • কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
  • মুফতি শফিকুর রহমান
  • মুফতি আবদুল হাই
  • রাতুল আহম্মেদ বাবু 
এছাড়া আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচার কার্যক্রম পরিচালনা করেছে ঢাকার দ্রুত বিচারিক আদালত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ