আইপিএল থেকে ভারত প্রতি বছর কত টাকা আয় করে

আইপিএল থেকে ভারত প্রতি বছর কত টাকা আয় করে

www.dhakastaff.com

আইপিএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এই টুর্নামেন্টের আয়োজন করে থাকে। প্রতি বছরের মার্চ-এপ্রিলের দিকে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হলেও পুরো ক্রিকেট বিশ্বের নজর প্রায় সারা বছরই এই টুর্নামেন্ট উপর থাকে। অনেকেই জানতে চান, আইপিএল থেকে ভারত প্রতি বছর কত টাকা আয় করে? যদিও ভারতীয় ক্রিকেট সংস্থা বিসিসিআই তাদের আয় প্রকাশে কিছুটা কড়াকড়ি আরোপ করেছে তবুও চলুন জেনে নেয়া যাক বিগত বছরগুলোতে তাদের আয়ের হিসাব।

আইপিএল আয়ের পরিসংখ্যান:

আইপিএলের আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি তাদের এফটিপিতে আইপিএল চলাকালীন সময়ে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের সংখ্যা কমিয়েছে। বিভিন্ন তথ্য থেকে জানা যায়, ২০১৬ সালে অনুষ্ঠিত টুর্নামেন্টের পর থেকে আইপিএলের আয়ের পরিমান দ্রুত বৃদ্ধি পেয়েছে।

  • ২০১৬ সালের আইপিএল টুর্নামেন্টে ভারতের আয় ৪.১৬ বিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ হাজার কোটি টাকা।
  • ২০১৭ সালে আইপিএল টুর্নামেন্ট থেকে ভারতের আয় প্রায় ৫.৩ বিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় ৪৪ হাজার কোটি টাকা। 
  • ২০১৮ সালের আইপিএল টুর্নামেন্ট থেকে ভারতের আয় প্রায় ৬.১৩ বিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৫১ হাজার কোটি টাকা। 

আইপিএল ২০১৯ থেকে ভারতীয় ক্রিকেট সংস্থা আনুমানিক ৬২ হাজার কোটি টাকা আয়ের হিসাব করছে যা গতবারের তুলনায় প্রায় ২০% বেশি।


আইপিএল ২০১৯:

আইপিএল ২০১৯ সেশনটি আইপিএল ১২ হিসেবে পরিচিত। ভারতের জাতীয় সংসদ নির্বাচনের কারণে আইপিএল ২০১৯ এর কিছু ম্যাচ বাংলাদেশ কিংবা আরব আমিরাতে আয়োজনের চিন্তা থাকলেও ২০১৯ সালের ৮ই জানুয়ারি বিসিসিআই নিশ্চিত করে যে, সম্পূর্ণ টুর্নামেন্ট ই ভারতে হবে এবং ২৩শে মার্চ টুর্নামেন্ট শুরু হবে। আইপিএল ২০১৯ এ সর্বমোট ৮টি দল অংশগ্রহণ করছে। দলগুলোর তালিকা:

  • চেন্নাই সুপার কিংস
  • কলকাতা নাইট রাইডার্স
  • মুম্বাই ইন্ডিয়ান্স
  • কিংস ইলেভেন পাঞ্জাব
  • সানরাইজার্স হায়দারাবাদ
  • দিল্লি ক্যাপিটালস
  • রাজস্থান রয়্যালস
  • রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু

এই বছরের ২রা জুন "২০১৯ ক্রিকেট বিশ্বকাপ" অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ড সেটি ৩দিন পিছিয়ে ৫ই জুন নির্ধারণ করে দিয়েছে। ফলে আইপিএল এবং ক্রিকেট ওয়ার্ল্ডকাপের মধ্যকার সময় ব্যবধান ১৫ দিন পাওয়া যাবে। এর মধ্যেই ক্রিকেটারদের বিশ্রাম সম্পন্ন করতে হবে।

আইপিএল দলের মালিক:

২০১৯ আইপিএলে অংশগ্রহণকারী দলগুলোর মালিকদের নাম অনেকেই জানতে চান। ২০১৯ সালের আইপিএল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মালিকদের নাম-

  • মুম্বাই ইন্ডিয়ান্স: মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়ান্স ইন্ডাস্ট্রি। 
  • চেন্নাই সুপার কিংস : এন শীনিভাসন যিনি ইন্ডিয়ান সিমেন্টস লিমিটেডের মালিক।
  • দিল্লি ক্যাপিটালস : জিএম রাও। 
  • রাজস্থান রয়্যালস : মনোজ বাদাল। 
  • রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু : ইউনাইটেড স্প্রিটস লিমিটেড 
  • কিংস ইলেভেন পাঞ্জাব : প্রীতি জিনতা, নেস ওয়াদিয়া, মোহিত বর্মন এবং করণ পাল।
  • কলকাতা নাইট রাইডার্স : বলিউড অভিনেতা শাহরুখ খান এবং জয় মেহতা।
  • সানরাইজার্স হায়দারাবাদ : সান টিভির মালিক কালানিঠি মারণ।

মিডিয়া স্পনসরশিপ থেকে আয়:

আইপিএল টুর্নামেন্টের আয়ের প্রধান উৎস মিডিয়া স্পনসরশিপ। ২০১৭ সালে স্টার ইন্ডিয়ার কাছে আইপিএল পাচ বছরের সম্প্রচারসত্ত্ব বিক্রয় করে যার মুল্য প্রায় ২.৫৫ বিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ২১ হাজার কোটি টাকা।

বিসিসিআই এর তথ্য অনুযায়ী কেবল ২০১৫ সালের আইপিএল ই ভারতের জিডিপিতে ১২৫৪৩ বিলিয়ন রুপির অবদান রাখে

আইপিএলে কোন দলের সম্পদ কত?

আইপিএলে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের সর্বোচ্চ মোট সম্পদ প্রায় ১১ কোটি ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ মোট সম্পদ আছে কলকাতা নাইট রাইডার্সের। কলকাতা নাইট রাইডার্সের মোট সম্পদের পরিমাণ ১০কোটি ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৮০০ কোটি টাকার উপরে। অন্যান্য ফ্র‍্যান্সাইচিজদের মধ্যে রাজস্থান রয়্যালস এর ৪কোটি ৩০ লক্ষ ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০০কোটি টাকার উর্ধ্বে। চেন্নাই সুপার কিংসের মোট সম্পদ ৯কোটি ৮০ লক্ষ ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৮০০ কোটি টাকার সমান।

গড়ে একজন খেলোয়াড় কত টাকা আয় করেন:

আইপিএলে অংশগ্রহণকারী খেলোয়াড়েরা বিভিন্ন স্কেলে অর্থ পেয়ে থাকেন। আইপিএল ইতিহাসে যুবরাজ সিং সর্বোচ্চ ১৬ কোটি রুপি পেয়েছিলেন ২০১৫ সেশনে। খেলোয়াড়দের পেছনে খরচ করা অর্থের হিসেব করে দেখা যায়, আইপিএলে অংশগ্রহণকারী দলগুলো গড়ে প্রতি খেলোয়াড়ের জন্য ৯০ লক্ষ টাকা ব্যয় করেন।